কবিতাঃ- স্বাধীনতা তো মানিও
✍️ মনোজ ভৌমিক
ভাষাটাকে ইসু করে
স্বাধীনতা পেলো দেশ,
সম্মান খুঁজতে গিয়ে
দেখি বড় ভাগশেষ!
প্রসবে যন্ত্রনা ছিল
ছিল শুধু নয় মাস,
বুঝেছি কি মা'র ব্যথা!
ভাবনায় নাভিশ্বাস!!
ফাগুনে আগুন ছিল
ঝরেছিল কত রক্ত!
ভুলে গেছি ইতিহাস
হয়ে গেছি তার ভক্ত!!
ধর্ম এমন জিনিস
ভাষা আজ দূর ছাই!
মুজিব দেশের পিতা
ওরা মোরা ভাই ভাই!!
ডিসেম্বর ষোলোটাকে
শ্রদ্ধা একটু জানিও,
ভাষা যাক ভেসে ভেসে
স্বাধীনতা তো মানিও।