কবিতাঃ- স্বাধীনতার গল্প
✍️ মনোজ ভৌমিক
আজ স্বাধীনতার গল্প শুনি খুব,
মুখের মধ্যেই দাঁত চেপে রই চুপ।
ভাবতে থাকি লোকগুলি ছিল মহান!
দেশের জন্য প্রাণ দিল বলিদান!!
অবোধ ছিল মেদিনীপুরের ক্ষুদিরাম,
ব্রিটিশ মেরে ফাঁসিতে লেখালো নাম!
ভগৎ সিংয়ের বুদ্ধিটাও ছিল কম,
জলে বাস করে কুমিরে দেখালো দম!
ঐ মাস্টারদাও বিপ্লবী হয়ে গেল!
অসহযোগে মাতঙ্গিনীও গুলি খেলো!!
সুভাষ বাবুর দরকারই বা কি ছিল?
জাপানে গিয়ে 'আজাদ হিন্দ' গড়ে নিলো!
বোঝেনি কি ও স্বাধীনতায় দেশ ভাগের গল্প!
স্বাধীন দেশে লৌহমানব আকাশ ছুঁলো অল্প!!
ভাবের ঘোরে আজ ভাবনায় দিই মার,
বলতে কি পারো এ দেশ আজকে কার?
পুরানো গল্প আজও গোপনে বুনছে জাল,
তুমি আর আমি দেখছি হাজার চাল!
হায়! নেতাজী হায়!!ভাবনা গেল কোথায়!
গণতন্ত্রের এ দেশে প্রজাতন্ত্র কেন ব্যথায়!!