কবিতাঃ- শুধু খোঁজে রোদ
✍️ মনোজ ভৌমিক
প্রতিদিন ঘুম চোখে জানালা দিয়ে রাস্তাকে দেখি,
ঐ রাস্তা দিয়ে নাকি হেঁটে যায় সকালে ঈশ্বর!
কিন্তু কোথায়!!
আমি তো দেখি,হেঁটে যায় কোমল রোদ...
ওত পেতে বসে থাকে হাভাতে কত লোক!
ধর্ম খোঁজে না কেউ! শুধু খোঁজে রোদ!!
তন্ন তন্ন খুঁজি কোথায় ঈশ্বর!!
তাহলে কি ওই রোদ-ই প্রকৃত ঈশ্বর!
সময়ের ইতিহাসে ও ছাড়া সবই বুঝি পর!!
শ্রাবণ মেঘে লুকোচুরি খেলা খেলছে ঈশ্বর!