কবিতাঃ- সরে এসো অনুপমা
✍️ মনোজ ভৌমিক
সরে এসো অনুপমা, সরে এসো...
ওখানে দাঁড়িয়োনা আর
দ্যাখো ভাঙছে নদীর কূল!
আজকাল এখানে বড় ভাঙনের খেলা!!
কিছু আগে ঐ পথে হেঁটে গেছে
বিষাক্ত বুড়ো সরীসৃপ!
বাতাসের গতিবেগ ছিল বড়ই চতুর...
ওর নিঃশ্বাসে ছড়িয়ে ছিল মারণ বিষ!
কোথা যাও অনুপমা! সরে এসো...
ও নদী যে উত্তাল আজ! যেও না ওপারে।
ওপারে আজ আর কেউ বেঁচে নেই...
শুধু বেঁচে আছে মানুষের মৃত কঙ্কাল!
এপারেতেও আজ আর নেই সেই সুখ!!
এখন এখানে শুধু যুদ্ধ যুদ্ধ খেলা!
অহরহ খসছে কত তারা!!
সরে এসো অনুপমা, সরে এসো....
এখন এ সময় বড্ড বেসাহারা...