কবিতাঃ- সোনা চাস তুই খাঁটি
✍️ মনোজ ভৌমিক

কতই রঙ্গ দেখাস রে মা
আজকে সময় সাঁঝে!
কখনো হাসি নিজের মনে
কখনো মরি লাজে!!

তোকে নিয়ে সন্তান কত
খেলছে কপট খেলা!
ভাবতে গিয়ে ঝরছে আশু
দুই চোখে দুইবলা!!

কেউবা দেখি ভীষণ দম্ভে
করছে নাচানাচি!
আবার কেউ পদের লোভে
নেপথ্যে দেন খাঁচি!!

অজুহাতে কারুর আবার
দেখছি ছিন্নমতি!
হঠাৎ করে কেউবা দেখি
বদলায় মতিগতি!!

নিস্বার্থ মনে তোর সেবাতে
ব্রতী হয়েছেন যারা,
তাদের কপালে দুঃখ কষ্ট
দিস কেন ভরা ভরা!

বুঝিরে মা,বুঝিরে সবই
সোনা চাস তুই খাঁটি,
ঘোরকলিতে আপন স্বার্থে
সবই দূষিত মাটি!!

কমলাকান্ত,রামপ্রসাদ
পাবি নারে এইখানে,
শত অপমান সয়েও তোরে
পূজবে সবার সনে।