কবিতা:- সময়ের অভ্যাস
✍️ মনোজ ভৌমিক
হিম ঘরেতে দাঁড়িয়ে কাঁদে লাশ!
এটাই নাকি সময়ের অভ্যাস!!
বারুদ গিলে খাচ্ছে আকাশ পাখি!
সমুদ্র জল ফ্যাকাসে হতে দেখি!!
শঙ্কিত আজ বনের পশুগুলো!
বিজয় কেতন উড়িয়ে যায় ধূলো!!
চারিদিকে ভাইরাসের বিকার!
দাঁড়কাকেরা ভুলেছে চিৎকার!!
বন্ধ্যা মাটি শিশির চুষছে খুব!
পরকীয়াতে ঘাসেরাও নিশ্চুপ!!
জ্বলছে আগুন ভাঙা দেহ মনে!
মগ্ন তবুও বেহিসাবী নাচ গানে!!
ধর্ম খুবলে খাচ্ছে কতনা বাজ!
ভাবনা খোঁজে সমন্বয়ের সাজ!!