কবিতাঃ- সময়ের জিজ্ঞাসা
✍️ মনোজ ভৌমিক
শিক্ষা যেখানে ঘুঘুর বাসা,
মরে বাঁচে কত স্বপ্ন আশা!
কারুর মনে হিসেব কষা,
কেউবা হারায় সঠিক দিশা!!
কোন গল্পটা তোমায় বলি?
নোবেল রবির হয়েছে চুরি!
অশ্লীলতা গিয়েছে ছেয়ে,
বসন্ত গানে কারা ও মেয়ে!!
সব প্রশ্নের জবাব তো নাই,
অবোধ শিশু হবেই জবাই।
আইন কানুন সর্বনেশে,
সমকামী ও পরকীয়া হাসে!
দেশ পাড়ি দেয় চাঁদের দেশে,
প্রদেশ রয়েছে রুদ্ধশ্বাসে!
কোথায় তুমি বিবেকানন্দ?
যুবার গায়ে মদের গন্ধ!!
তোমরা যারা সুশীল পিতা,
চোখের জলে ভাসাও গীতা।
শিক্ষাক্ষেত্রে এই অসভ্যতা
কাঁদছে আজ ভারতমাতা।
স্বপ্ন শুধু একাই তো নয়,
কত না নীলে হচ্ছে যে ক্ষয়!
হারিয়ে গেছে নিয়ম নীতি,
শেষ হবে কী এই বজ্জাতি???