কবিতাঃ- সময়ের দুর্যোগ
✍️ মনোজ ভৌমিক
বর্তমানটা ভীষণ জটিল
সম্পর্ক বন্দী কীবোর্ডে,
ভার্চুয়াল এ জীবনটাতে
সবাই দেখি ভিন্ন মুডে।
তোমার আমার শ্রী ভাবনা
থাক না বাক্সেই বন্দী,
আইফোনটা থাকলে হাতে
কত কী দুরভিসন্ধি!
কখন যে কে কোন 'মুডে'তে
স্ট্যাটাসেই যায় বোঝা,
লাইক কমেন্ট দিয়ে তারে
মন পাওয়া নয় সোজা।
সম্পর্কে দেখি ছলচাতুরি
নিত্য দিনের দ্বন্দ্ব,
বিবেকহীন আন্তরিকতা
কীবোর্ভেই থাকে বন্ধ।
সত্যি কথা বলতে এখন
বিচিত্র সব মনরোগ,
আবালবৃদ্ধবনিতা মনে
এ সময়ের দুর্যোগ।