কবিতাঃ- সময়ের বন্ধু
✍️ মনোজ ভৌমিক
সদাই সবার নিন্দে করে
এমন লোকও আছে!
সামনে তোমার শুভাকাঙ্ক্ষী
বদনাম পিঠপিছে!!
এমন লোক এই সমাজে
রয়েছে দেখি অনেক!
ওদের দাপট বড্ড বেশি
বোঝেনা ওটা ক্ষণেক।
হঠাৎ করে রং বদলায়
গিরগিটিদের মত,
বোঝার কিন্তু উপায় নেই
করলো কোথায় ক্ষত!
এমনতর মানুষ গুলো
বড়ই চতুর হয়,
মানুষ নামে ফানুস ওরা
করে শুধু অভিনয়।
তবুও ভাই বাঁচতে হবে
ওদের সাথেই আজ,
নইলে সুখী জীবন পথে
পড়বে সদাই বাজ।