কবিতাঃ- সময় শুধু লেখে আজ
✍️ মনোজ ভৌমিক
প্রতিদিন সকাল হয়
জেগে ওঠে প্রভাত ঈশ্বর।
দূর থেকে প্রণাম জানিয়ে বলি,
পৃথিবীকে ভালো রেখো, হে জ্যোতির্ময়।
আর যেন ভালো থাকে
জীবন যুদ্ধে ক্ষত বিক্ষত আমার জন্ম-ঈশ্বর।
খানিক মুচকি হেসে
স্বশরীরে ওঠেন জেগে।
বয়ে যায় শান্ত সমীরণ...
সমুখের বটগাছে জেগে ওঠে ভোরের পাখি
চারিদিকে কলরব,কোলাহল দেখি।
হাঁটতে বেরিয়ে খানিক জিরোই ওইখানে,
ভাঙা ঘুমে ছুটে এসে,জড়িয়ে বসে
আমার ভোরের দুই পাখি!
বড়ই শান্ত শীতল এ বৃক্ষ ছায়া,
একদিন এখানেই ছিল এই চাওয়া।
প্রশ্ন মনেতে জাগে, শুধুই কি নেওয়া?
জুগল আঁখি দ্বয় জলে যায় ভাসি,
ভেসে ওঠে চিত্রপট, বলেন মধুর হাসি,
জ্যোতির্ময় অকৃপণ ভাবে দেয় আলোক দ্যুতি,
বটবৃক্ষ সুশীতল ছায়া দানে নেন না বিরতি,
কর্তব্য সাধনে পিতা সয়ে যান অসীম দুর্গতি।
পিতা স্বর্গ, পিতাই ধর্ম,শাস্ত্রের সার কথা,
সময় শুধু লেখে আজ বৃদ্ধাশ্রমের ব্যথা।