কবিতাঃ- সময় রাখী
✍️ মনোজ ভৌমিক
রাখীর সুতোর দৈর্ঘ মাপছি এখন,
কোন সুতোটায় কতটা নেবো যতন!
ওই সুতোর মাপে বড়ই বিড়ম্বনা!
ভাব ভাবনা যায় কি সময়কে চেনা!!
তবুও মাপি প্রতিটি হৃদয় স্কেলে,
সকল অঙ্কের হিসাব কি আর মেলে!
ভাবের ঘরে দেখছি নতুন খেলা!
ভার্চুয়াল সম্পর্কের কালবেলা!!
ঐ বন্ধু রাখীর মাঝেও শত্রু মাপি!
বন্ধুত্বের মাঝে শত্রুতা খোলে ঝাঁপি!!
সম্প্রীতির আজ করছি ভীষণ খোঁজ,
রবির ভাবনা সময়ের বড় বোঝ!
পুরাণ ছুঁয়ে মহাভারত,বাদশাহী,
পবিত্র রাখী অন্তর গিয়েছে ছুঁয়ি।
রাখীর স্বরূপ বদলেছে দিনে দিনে,
স্বার্থের রঙ আজ ও নিয়েছে চিনে।
প্রেম প্রীতি আর ভালোবাসার গান,
মিছেই খুঁজছি সময়ের অভিধান।
সময় রাখী তাই দিতে চায় আজ ফাঁকি!
লগ্ন,নিয়ম মিথ্যে অজুহাতে দেয় উঁকি!!