কবিতাঃ- সময় খোঁজে ঈশ্বর
✍️ মনোজ ভৌমিক
সেদিন নিবারণের ঘরে
মৃত্যু এসে বেঁধেছিল বাসা!
কিংকর্তব্যবিমূঢ়ের মুখে
ছিল না তো সময়ের ভাষা!!
চোখের সামনে দেখেছিল
মৃত্যু যন্ত্রণায় ভালোবাসা!
ডাক্তারও ছিলেন বিমুখ
কেবলি ঈশ্বর ছিল ভরসা!!
বুকে নিয়ে অসীম প্রত্যাশা
কাতর কণ্ঠে বলেছিল তারে,
হে ঈশ্বর, এ ঐশ্বর্য,বৈভব,
বলো আজ রবে কার তরে?
তবুও মৃত্যু এসে নিয়ে গেল
কতিপয় সুহৃদ সুজন!
আর যারা বাঁচলো ওদিন
নাকি ঈশ্বর ফেরানো ধন!!
সময় আজ বদলে গেছে
নিবারণে ধরে কে এখন!
ঈশ্বর আজো দেখি নীরব
নিবারণ করে না বরণ!!