কবিতাঃ- সময় এসেছে
✍️ মনোজ ভৌমিক

ঐ শহরটা এখন শরীসৃপের মত!
বিলের মধ্যে লুকোয় শরীরী ক্ষত!!
ছাড়ছে খোলস সুযোগ বুঝেই যত!
শীতঘুমে আর ও থাকবে বলো কত!!

প্রহর গুনছে নীরব অবাক দিন!
সাপুড়ে মন্ত্র হয়েছে ভীষণ ক্ষীণ!!
খুঁজতে সাপ বাজায় রিক্ত বীণ!
সাপরে মারা আজ যে বড় কঠিন!!

ছোবল মারার প্রমাণ তো থাকা চাই,
নইলে বিষের কিভাবে হবে হে যাচাই!
বিষ তো আজকাল সহজ লভ্য ভাই,
হয়তো বেচারি খেয়েছে ওদিন তাই!!

শ্বাপদ শহরে দেখছি কেবলই বিষ!
অজস্র সাপ ঘুমেই করে হিস্ হিস্!!
ওঝারা ওদের গোপনে দিচ্ছে "কিস"!
চোখের জলে ভাসে কারা অহর্নিশ!!

শুধু প্রশ্ন দিয়েই গড়ি প্রশ্নের হার!
মৃত্যু ছাড়া কোনো উত্তর নেই তার!
মন্ত্র শক্তির তন্ত্রকে ভাঙো এবার,
সময় এসেছে শহরকে জাগাবার।