কবিতাঃ- সময় দিনের গল্প
✍️ মনোজ ভৌমিক

লক্ষ্য নিজের গোপন রেখে
এগোতে হয় চুপি চুপি,
মনের কথা বলবে কাকে?
মানুষ আজ বহুরূপী!

হারজিতের জঘন্য রেশে  
পেটে পেটে শয়তানী!
হওয়া কাজটাও পণ্ড হবে
খবর হলে কানাকানি!!

সুহৃদ সেজে আসবে কাছে
বুদ্ধি দেবে কতশত!
লন্ড ভণ্ড করবে তোমার
সুখস্বপ্ন মনে যত।

সময় দিনে এমন লোক
এই সমাজে ভুরি ভুরি,
কখন যে কোন অজুহাতে
লক্ষ্যটাই যাবে চুরি!

শ্বাপদ শত্রু চারিদিকেই
ভালো লোক আছে ক'টা!
লক্ষ্যটাকে লুকিয়ে ও মনে
একা একাই দাও হাঁটা।

কী আছে আজ কার মনেতে!
সহজে কি যায় বোঝা!!
মুখোশ পরা এই সময়ে
বোঝা কিন্তু নয় সোজা।

সময় আজ বড়ই কঠিন
বিশ্বাসেতে লাগে ভয়!
আপন যারে ভাবছো মনে
আপন কিন্তু সেও নয়!!