কবিতাঃ-সময় দিনে পরখ কোরো
✍️ মনোজ ভৌমিক

চল্লিশোর্দ্ধের মানুষ জন
একটা কথা স্মরণে রেখো,
করোনা উত্তর জীবনটাতে
টাইমে ওষুধ খেতে থেকো।

ওটাই শুধু বিশ্বাসী এক
বাঁচার রসদ ওইটুকু,
কোন অসুখের বাসা দেহে
বোঝায় শুধু টেস্ট টুকু।

গুনছো কেন সংখ্যাটাকে!
আয়ু তোমার কমছে ভাই,
অমনি করে সংখ্যা জুড়ে
বয়সটাকে মাপতে নাই।

ভাবছো তুমি হাঁটছো খুব
খাচ্ছো খাওয়ার লিমিটেড,
যাচ্ছো জিমে,ঘাম ঝরিয়ে
থাকছ ভীষণ আপ টু ডেট।

মনটা কিন্তু বড়ই চতুর
নিজ স্বার্থেই দেখাও বল,
দেখানো চালে খেলছ খুব
আপন জনে করছো ছল।

"চাই" নেশায় পাগল তুমি
শরীর মনের করো ক্ষতি,
সময় হ'লো শুধরে যাও
মানব ধর্মে হও হে ব্রতী।

নিয়ম নীতির মেরে গুলি
যেমন খুশি করছো ট্রেড!
সময় দিনে পরখ কোরো
মৃত্যু কিন্তু আনলিমিটেড।