কবিতাঃ- সময় বুঝিয়ে দেয়
✍️ মনোজ ভৌমিক

বসন্ত পঞ্চমী তিথি, শীত যায় চলে।
চুপি চুপি কথা এক, যায় শুধু বলে,
"ভালোবাসা!ভালোবাসা!!" মধুময় খেলা,
হলুদ শাড়ির ভাঁজে জাগে মেয়েবেলা!

প্রেমের পবিত্র ক্ষণ,দখিনা বাতাস।
হৃদয় হৃদয়ে মেলে,সুগন্ধি সুবাস।
অপরূপ শুভ্র ফুল, শোভিত চিকুর।
কোকিলের কুহুতান,বড় সুমধুর।

মন হারানোর খেলা চলে অবিরত,
চকিত চপল আঁখি স্বপ্ন শত শত!
নিজেরে নতুন করে করে প্রকাশিত,
চঞ্চল হরিণী হৃদি হয় বিকশিত।

বসন্তের আগমনে ফোটে কত ফুল!
সময় বুঝিয়ে দেয় সময়ের ভুল।