কবিতাঃ- সময় বলছে তুমি কাঙাল
✍️ মনোজ ভৌমিক
বাংলা ভাষা কেমন আছো?
ফ্রেবরুয়ারী একুশ জিজ্ঞাসে।
বিষন্ন মুখে বলছে ভাষা,
খুঁজে দেখো শতাব্দী শেষে।
হয়তো আমি হারিয়ে যাব
কিংবা মিলব কারুর সাথে,
পেটে ছুঁচোয় মারলে ডন
কে থাকবে এ বাংলাতে!
মিষ্টি ভাষা,প্রেম ভালোবাসা,
মেটাতে পারে কি করো খিদে!
ভাষা যদি দেয় রোজগার
তবেই ও ভাষা হয় দুদে।
শিক্ষা রাস্তায় মাগছে ভিক্ষা
কাজ খুঁজছে কত শ্রমিক!
চাই যে কাজ দিন দুবেলা
অনুদানের চায় কে ভিখ?
ভাষণ শুনে ভরে কি পেট?
ভাষাই যদি কলের গান,
পেটের খিদে বুজালে ভাষা
তবেই পাবে সঠিক মান।
নজরুল-রবির কবিতা পড়ে
বাঙালি আজকে নাজেহাল,
বাংলা তুমি হারিয়ে যাবে
সময় বলছে তুমি কাঙাল।