কবিতাঃ- সময় আঙুল তোলে
✍️ মনোজ ভৌমিক
সবাই সবাইকে চেনে দাগ টেনে মনে,
কে কার আপন বলো আজ এইখানে!
মিথ্যে হাসি হাসি বলে,কেমন আছেন?
মনেতে হাজার রোষ পুষেই রাখেন।
আত্মীয় বলবে কারে আজকে এখন!
সবকিছু ভার্চুয়াল,জীবন যাপন।
চারা থেকে হয় গাছ,সবাই তা জানি,
গাছ হলে শুরু হয় বড় মনমানী।
পুরানো দিনের কথা কেবা মনে রাখে!
দারিদ্রতা অভিশাপ,বলে একে তাকে!!
দুহাতে অঢেল নোট,লেভেল লেবেলে,
আর্কিমিডিস কেন ঝাপ দিলো জলে!
আসল খুঁজতে গিয়ে দেখে শুধু খাদ!
সূত্রের প্রয়োগে দেখি বড়ই বিষাদ!!
আমিত্বের গর্বে আজ সব করে রাজ,
সবার মুখেতে আঁকা ছদ্মবেশী সাজ।
বন্ধু আজকে কোথায়! কৃষ্ণ ও সুদামা!!
কালের বন্ধু বাজায় পয়সায় দামামা।
মৃতের গন্ধ ছড়ায় বহুতল ঘর!
সময় আঙুল তোলে,ওরা স্বার্থপর।