কবিতাঃ- সময় আবর্তন
✍️ মনোজ ভৌমিক
ইচ্ছে তো হয় আজকে আবার
এক বেঞ্চেই বসি,
পলক ঝাপা তোর চোখেতে
দেখবো মুচকি হাসি।
চিরকুটেতে লিখতে চাই
মিলন সময় সূচী,
রোমন্থিত এ হৃদয় কেন
ভাবনা নিয়েই বাঁচি!
আসল কথা জানিস কি তুই
সময় আবর্তন,
বেষ্টনী ভেঙে তুই ও আমি
উড়নচণ্ডী মন।
অবুঝ মনের সবুজে ছিল
ভাবনার আকর্ষণ,
মনকে ছোঁয়ার চেষ্টা ছিল
দেহে আগত যৌবন।
আজকে সকল বেষ্টনীতে
দেখছি বড়ই ঢিল,
একলা মনে তোর স্মৃতিটা
করছে রে কিলবিল।