কবিতাঃ- সম্মানীয়
✍️ মনোজ ভৌমিক
সবসময় কী ভালোই বলবে লোকে!
মন্দ কথাও শুনতে হবে কিছু,
তাই বলে কি ভেঙে পড়বে শোকে!
তাতেই মাথা করবে কেন নিচু?
ভুল ভ্রান্তি হতেই পারে সবার
মানুষ সবাই,যন্ত্র তো কেউ নই ,
শুধরে ভুল নত মস্তক হবার
এমন মানুষ আছে বলো কই ?
প্রকৃত মানুষ তবেই হবে তুমি
দোষগুণ সব মানবে নতশিরে,
ঐ স্বর্গে বসে হাসেন অন্তর্যামী
স্বার্থ নিয়ে যখন দুষবে তারে।
পানের থেকে খসলেই চুন দেখো
মন্দ কথার ঝড় বইবে তখন,
স্বীয় কর্মেই দক্ষতা বজায় রেখো
তারিফ ফিরে আসবে ঝড়ের মতন।
সমালোচনায় থাকেন যারা আজ
ভালো মন্দের বিচার করেন তারা,
ঐ মন্দটাকে সুধরে পরেন তাজ
এই ভুবনে মাঝে মহান হন ওরা।
মন্দ কথার ছন্দ সদাই হারা
আলোচনার বস্তু হয়েই থাকে,
শুধরে ভুল বুঝিয়ে দেন যারা
সম্মান আজ তাদের দিকে দিকে।