কবিতাঃ- সমীক্ষা (১৫৫০তম)
✍️ মনোজ ভৌমিক

ঠিক যখন একলা বসে থাকি,
ছেলেটা সামনে এসে চুপচাপ বসে পড়ে।
আমি ওর উদাস চোখে চোখ রেখে
কিছু প্রশ্ন করার আগেই
ও আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে বসে,
আমারো মা থাকলে নিশ্চয় আমার বাবা,
আমার স্বপ্ন ইচ্ছে গুলো হয়তো পুরণ করতো!
আমি হতবাক হয়ে ওর দিকে তাকাতাম!
কিছু বলতে যাওয়ার আগেই ও বলতে থাকে,
ঠিক ওর বাবার মতো। দ্যাখো, ওর না চাওয়া
ইচ্ছে গুলোও ওর মা কেমন পুরণ করিয়ে নিচ্ছে!
আমি নির্বাক নিস্পন্দের মতো
নিজের মধ্যে নিজকে হাতড়াতে থাকি!
রোমন্থন করতে থাকি ফেলে আসা অতীত...
আমার তো সবই ছিল, তবুও আমার ইচ্ছে গুলো
কেন আধমরা হয়ে বেঁচে ছিল?
সেদিন আমার কাছে দাঁড়িয়ে ছিল
যৌথপরিবারের কৃত্রিম আর্থিক অনটন।
আর ওর কাছে!
জীবনের আবর্তন!!
সময়ের সমীক্ষা করতে গিয়ে সময়ের কাছে
ওর মতো হতভাগ্যদের শুধু প্রশ্নই রয়ে যায়...