কবিতা:- সময়ের রাহাজানি
            মনোজ ভৌমিক


পড়ন্ত বেলায় হেঁটে চলেছে গর্ভিণী রোদ্দুর,
কচিকাঁচা দেহে ছোবলও মারছে মাংসাশী কুকুর।
হাড় জিরজিরে কুকুর গুলোর দাঁতকে যাবেনা ভাঙা,
পর্ণচিত্রে চোখ রাখে সদা,নিকোটিনে চোখ রাঙা।

অলিগলিতে কামুক বিড়াল মাটিতেই আঁচড় কাটে,
চোখ জ্বলা ওই পেঁচাগুলো, অন্ধ বনে শিকারেতে।
বুড়ো শিকড়ের যন্ত্রণা নিয়ে প্রাচীন বট কাঁদে,
রক্তচোষা বাদুড় গুলো ধরছে কাদের চোরা ফাঁদে!

ওতপেতে থাকে রাতের আঁধারে শিকারী শেয়াল গুলো,
বন মুরগী ভয়ে থরোথরো কখন হবে তারা নুলো!
বনের রাজা নাচছে সদাই সিংহাসন তার খাসা,
বাঘেদের চোখে চশমা আজকে,মনেতে রঙীন নেশা।

এবার কিন্তু রাঘব বোয়াল চরবে পুকুর ঘাটে,
চুনোপুঁটি সব মরবে ওখানে,আসছে সাঁতার কেটে।