কবিতাঃ- সভ্য আমরা হইনি কেউই
✍️ মনোজ ভৌমিক

যেখানে ওরা সংখ্যা গুরু
সেখানে তোমরা চুপ থেকো!
আর যেখানে সংখ্যা লঘু
সেখানে ওদের মানিয়ে রেখো!!

নিয়ম কী শুধু এ দেশেই!
বলেন রাণীমা,রাজা মশাই?
মানবিক আইন কানুন
বিশ্বজুড়ে আজও কি তাই!

জাত ধর্মের রাজনীতিতে
ভোট ব্যাঙ্কে সবার নজর,
দাপট সাপোর্ট থাকে যদি
নিতেই হয় লঘুর খবর।

মহামারী মড়ক যখন
লুকিয়ে ছিল কী জাত ধর্ম!
একটা কথা বলতে পারো
কতকাল চলবে এ কর্ম !!

পায়রা থেকে আজ টার্চস্কিনে
রয়েছি তবুও আদিমতায়!
হজরত যীশু বুদ্ধ কী ভাই
এই ধর্মেই দিয়েছেন সায়!!

ধ্বংস আমরা হ'বো সব্বাই
জাত ধর্মের এ গন্ধ শুঁকে!
সভ্য আমরা হইনি কেউই
ডুবে আছি দলদল পাঁকে!!

ধর্ম জাতের মাথায় বসে
তোমরা বাজাও সাপুড়ে বীণ,
তাইবুঝি বিষ সাপের খেলা
দেখছে এ বিশ্ব প্রতিদিন!