কবিতাঃ-সবাইকেই যেতে হয়
✍️ মনোজ ভৌমিক

চলে তো সব্বাই যায়...
তুইও যাবি।
এ আর নতুন কি!
এই যে আমি,তুমি,ও,সে
সেকেন্ড -মিনিট - ঘন্টা
দিন - মাস গুনে গুনে
"আমার!...আমার!!" করে যাই!
কেউ কি জানি!
চলে যাওয়ার সময় আমরা কি পাই!!
...কেবলই শূন্যতা....
তুইও ঠিক তাই...
শুধুই থাকে রোমন্থন...
প্রত্যাশা,আশা, ভরসা শেষে নিরাশা...
আর এক বুক হতাশা!
পরিশেষে বিস্মরণ!!
সবাইকেই যেতে হয়।
এটাই কালের নিয়ম।