কবিতাঃ- সবাই বড়ই ধূর্ত
✍️ মনোজ ভৌমিক
আকারে আমরা সবাই মানুষ
কার ব্যথা কেবা বুঝি!
সুযোগ পেলেই ক্ষতের মধ্যে
নুন দিয়ে স্বাদ খুঁজি।
জ্বললে ক্ষত বড়ই খুশি
মিছে বলি হায়!হায়!!
মুখের মধ্যে থাকে মুখোশ
বুঝবে কে চেহারায়!
বদলে গেছে মানুষ মন
বদলে গেছে সময়,
আপন যারে করছো মনে
আপন সে তো নয়!
ভার্চুয়াল এই জীবনটায়
সবাই বড়ই ধূর্ত!
লুকোচুরির খেলা খেলি,
সোশ্যালে থাকে সর্ত!!
চালুনি হয়ে সূচের প্রতি
আঙুল তুলতে দেখি,
নামেই মানুষ আমি তুমি
চেহারাটা যেন মেকি!
ভাবতে গেলে অবাক লাগে
' মানুষ ' শব্দের অর্থ,
দুনিয়ার শ্রেষ্ঠ জীব আজ
চেহারা চিনতে ব্যর্থ!