কবিতাঃ- সবাই আজকে একা
✍️ মনোজ ভৌমিক
যেমন তেমন হাঁটছে এখন লোক!
কারুর দুঃখে নেই তো কারুর শোক!!
আদিখ্যেতা আজ নিত্য নতুন ঢংয়ে!
গিরগিটি যেমন রূপ বদলায় রংয়ে!!
সুখকে লুকোয় একলা ঘরের কোণে!
কেউ যেন না নজর দেয় ওইখানে!!
দুঃখ যখন ভাঙছে মনের ঘর,
দোষারোপ করে,আপন সবাই পর!
জলবায়ুর মত বদলায় এ সময়!
সম্পর্কে এখন লাগে যে ভীষণ ভয়!!
কুক লুকানির কত না নতুন খেলা!
সাবেকিয়ানায় বড় বেশি অবহেলা!!
ভাবনা এখন আতশ কাঁচের মত,
'চাই'য়ের আলোয় মনকে করে ক্ষত!
জ্বলছে সুখ অসুখকে আঁকড়ে ধরে,
তবুও বলছি, ভালোবাসি আমি তোরে!
ঘড়ির কাঁটার মতই জীবন দেখা,
সময় গুনিয়ে সবাই আজকে একা!