কবিতাঃ- সব ঋতুতেই ডাকে
✍️ মনোজ ভৌমিক
যে কোকিল ঐ বসন্তে ডেকেছিল
সে আবার এই গ্রীষ্মতেও ডাকে!
সেখানে বাহারি ফুলের বাগান ছিল
এখানে ডাকে শুকনো আমের শাখে!!
তবুও ওই কোকিল আজ ওখানে ডাকে!
চাতকের মত ও পিয়াসী না হলেও
পিয়াস জাগায় সব মনের ফাঁকে!
গ্রীষ্মের দাবদাহে ত্রাহি! ত্রাহি!করলেও
চিরায়ত প্রেমকে ও বাঁচিয়ে রাখে!!
সময় বিষন্ন হলেও কোকিল ডাকে!
প্রথম বর্ষায় যখন শরীর ভেজাবে
তখন তুমি খুঁজবে বলো কাকে!
ভেজা মনের দেওয়ালে পিয়াস জাগবে
শিহরিত কম্পিত ঠোঁটে ডাকবে তুমি তাকে...
ও কোকিল সঘন বর্ষাতেও ডাকে!
শরতের অরুণ আলো মাখবে যখন
কাশের হাসি ফুটবে নদীর বাঁকে!
হারিয়ে ফেলে সকল দুঃখ ব্যথা তখন
মনফকিরা হয়ে খুঁজবে তুমি ওকে!!
লাবণ্য ছোঁয়া ও মনেতেও প্রেম কোকিলা ডাকে!
খসবে যখন গাছের পাতা হিমের পরশ নিয়ে
খুঁজবে সেদিন হৃদয় মাঝে পুরানো দিনটিকে!
দুরু দুরু কাঁপবে ও বুক আমলকী বন ছুঁয়ে
শেষের হাসি হাসবে তুমি শীতকে বুকে ঢেকে!!
সংক্রান্তির কোকিল তোমায় ঘুম পাড়াবে ডেকে!
# আজকাল কোকিল সব ঋতুতেই ডাকে #