কবিতাঃ- সব রাজার একই আশা
✍️ মনোজ ভৌমিক
কোথায় হারালে বিদুষিণী!
আজ তোমার শহর জ্বলছে!!
ওদের নগ্ন শরীর দেখতে,
দুঃশাসকেরা কি খেলছে??
কোথায় গেল গাণ্ডীবধারী?
প্রাণপ্রিয়া তোমার নিঃস্ব যে!
ক্ষীণ হয়েছে বীরত্ব তোমার
উপভোগী কি নগ্ন দৃশ্যতে!!
কৃষ্ণ এখন দেয় না সাড়া
দ্রৌপদীদের করুণ ডাকে!
শাসক শোষক তন্ত্র দেখি
সত্যটাকে ছাঁইয়েই ঢাকে!!
হারিয়ে গেছে সকল অঙ্ক
নতুন দিনের তল্লাশে!
উলঙ্গ আজ রাজার ঘর,
নাচছে ভীষণ উল্লাসে!!
জ্বললে হাজার যতুগৃহ,
পুড়বে না তো কোনো পান্ডব!
আড়াইটা মাস চুপিসারে,
দেখছে নীরবে এ তান্ডব!!
গণতন্ত্র দেখছে দাঁড়িয়ে,
রাজতন্ত্রের এ প্রহসন!
সব রাজার একই আশা,
দীর্ঘ বাঁচুক তার আসন!