কবিতাঃ- স্মৃতি
✍️ মনোজ ভৌমিক
স্নিগ্ধ পরশ সকালের পেয়ে বিকেল যখন গড়ায়,
তখন মনের কথাগুলি যেন কলমের বুক ভরায়।
ঐ কলম যে বড়ই শব্দ চাষী ভাবনারই চাষ করে,
খাতার পাতায় মনের কথাটি রোপে সে হৃদয় ভরে।
তখনই তোমার চোখে খুঁজে পাই স্বপ্নগুলির মানে
আশাগুলো যেন ভাষা পেয়ে যায়,মগ্ন হয় আলাপনে।
চিলেকোঠা ছুঁয়ে নামলে সন্ধ্যা তনু মন হয় উচাটন,
অবুঝ প্রেমের স্মৃতিগুলো শুধু নাড়িয়ে যায় এ মন।
রাতের আকাশ বড় মধুময় জেগে ওঠে অরুন্ধতী,
চাঁদ জ্যোৎস্নায় ভাবনাগুলো খোঁজে পুরাতন সাথী।
কখন যে ওই কথাগুলি সব কবিতার রূপ নেয়!
'তোমারেই যেন ভালোবাসিয়াছি' এই শব্দ লিখে যায়!
স্বপ্নের ঘোরে আজও খুঁজে নেয় মধু মাখা সেই স্মৃতি,
ভুলি নাই,ওগো, ভুলি নাই প্রিয়া, হৃদয় দেওয়ার প্রীতি।