কবিতাঃ- সময়ের ইতিবৃত্ত
✍️ মনোজ ভৌমিক
সময় আজকে বদলে গিয়েছে
দিন বদলের খেলা,
শব্দ অক্ষরে নেই সে সংঘাত
উচ্চারণে অবহেলা!
বর্ণপরিচয়ের দিন ভুলেছি
ভুলেছি খেলার মাঠ,
কালের নিয়মে হারিয়ে ফেলেছি
জীবনের সহজপাঠ।
সময়ের স্রোতে যাচ্ছে হারিয়ে
ঐ বর্ণের যাতাকল,
সহজ পাঠের পাঠগুলি আজ
হয়েছে বড় বিকল!
"এপাং ওপাং ঝপাং" শব্দের
দেখছি যে জড়াজড়ি,
তিলের থেকে খসলেই তাল
কমা,পূর্ণচ্ছেদ,দাড়ি!
আইফোন আজ নজর কেড়েছে
বাড়ছে মনের ক্লেশ,
খেলার মাঠও হাহাকার করে
ভিডিও গেমই শেষ!
তোমার আমার জীবন গতি
ফুরসৎ খোঁজে খালি,
মন ছুঁই ছুঁই বাসনাগুলো
টাচস্ক্রিনে হয় বলি।
সহজপাঠ আর বর্ণপরিচয়
সময়ের ইতিবৃত্ত,
গুগল আজকের মহান গুরু
সবাই ওনার ভৃত্য!