কবিতাঃ- সিঁদুর
✍️ মনোজ ভৌমিক
যতটা সিঁদুর দানে চির এয়োতি হয়ে চলে যান মা,
ঠিক ততটাই সিঁদুর লাগিও তুমি অনুপমা।
বাংলার ঘরে ঘরে আজ সিঁদুরের বড়ই অভাব সুনয়না,
তাই ও সিঁদুরের যেন না হয় যথেচ্ছ অবমাননা।
যে সিঁদুরে শ্রীমন্ত রাঙাতে হিচখিচায় অজস্র ললনা,
ঐ সিঁদুর উৎসবে কেবলি মৃন্ময়ীই হয়ে যাক ধন্যা।
পুরাণ ঘেটোনা আর,ঘেটোনা ওই বেদ বেদান্ত,
সমাজের প্রহসনে ওরা যে আজ বড়ই ক্লান্ত!
খানিকপরে দিগন্ত রাঙিয়ে মুছে যাবে সূর্যাস্ত,
গঙ্গার ঘাটে ঘাটে ভেসে উঠবে সিঁদুর.... মৃন্ময়ী বিসর্জিত!
সুলোচনা,আর কেঁদো না,একটু সিঁদুর উঠিয়ে নাও,
ভেসে যাওয়া সময়ে তোমার বিষাদ শ্রীমন্তটুকু রাঙিয়ে নাও....