কবিতাঃ- শুভ দিন হোক রোজ
✍️ মনোজ ভৌমিক
ঘন্টা মিনিট সেকেন্ড গুলো
বড়ই বে-আক্কেলে!
দিন গুলিকে বছর গড়ে
সময়কে বলে বলে!!
বছর বাড়লে বয়স বাড়ে
সবাই তাইতো জানে,
কিন্তু ওই সময় কি বোঝে
জন্মদিনটির মানে?
বয়সটা তো সংখ্যা মাত্র
সময়ের আবর্তনে,
মনের ভাষা বদলায় না
ভালোবাসার গানে।
এখনো তুই সেই মেয়েটা
যে হৃদয় জুড়ে নাচে,
একটুখানি দূরে গেলেই
মন বড্ড বেশি হাঁচে।
ঈশ্বর তোকে ভালো রাখুক
শুভ দিন হোক রোজ,
কর্ম নিয়েই ব্যস্ত থাকিস
সময়ের নিস খোঁজ।