কবিতাঃ- শুনতে পাচ্ছো
✍️ মনোজ ভৌমিক
তারিখঃ- ২৩/০২/২০২৩
হারিয়ে যাচ্ছে অনেক কিছু
হারিয়ে ফেলেছি নৈতিকতা,
তুমি ও আমি আদিম ছন্দে
দেখিয়ে যাচ্ছি সেই বর্বরতা!
শুনতে পাচ্ছো প্রকৃতি বলছে
মানুষ এবার সংযত হও,
সৃষ্টি আমি ধ্বংসও আমি
তোমরা আমার উর্দ্ধে নও।
সভ্যতা আজ গগনচুম্বী
ইট পাথরে চলছে খেলা,
সবুজ কথা হারিয়ে ফেলে
বোমা বারুদে কাটছে বেলা।
প্রলয়,সুনামি,ভূমিকম্প
গা সওয়া দেখি সবার কাছে!
মহামারীটা গেলার পরে
যেন অমরত্ব পেয়ে গেছে!!
উষ্ণায়ণের প্রকোপ নিয়ে
ভুগছি সবাই দিনে রাতে,
সবুজায়ণের ভাবনাটা
বিশ্বমঞ্চের উপর হাতে!
বিবেক এখন বাক্সবন্দী
মানবতা পথের ধুলোয়,
মানুষ নামের ফানুস ওড়ে
প্রজন্মরা যাকনা চুলোয়।