কবিতাঃ- শুকনো পাতা
✍️ মনোজ ভৌমিক
হিমেল হাওয়া করছে আসাযাওয়া,
উলটপালট সকল চাওয়া পাওয়া!
শিশির শুধুই ভেজায় চোখের পাতা,
রাতের মতই একলা খুলছি খাতা।
কাটছে প্রহর ঐ ক্লান্ত মুঠোফোনে,
পাশ বালিশটা হয়তো সবই জানে।
পুরানো গল্প ছেঁড়া বেডসিড ঢাকে,
সমাস কারক সন্ধিতেই চুপ থাকে।
রঙচটা দেওয়াল খুঁজছে রঙের মানে,
কি লাভ বলো ইলেকট্রিক কানেকশনে!
হারিয়ে গেছে নিয়ন আলোর বাল্ব,
তারকাটা ঘরে বেহিসাবী হাবভাব।
ইঁট সিমেন্ট আর ওই বালির রসায়ন,
ভালোবাসা গন্ধে আকুল হয় এ মন।
পুবের আকাশ জাগলো যখন একা,
হেমন্ত গাছে ডালপালা সব ফাঁকা!
সারা শহর জুড়ে জাগলো হাপাহাপি,
দাঁড়িয়ে গেলেই বাড়ায় দেহের বি পি।
শুধু তোরই জন্যে পশ্চিম জানলা খুলি,
ঐ শুকনো পাতায় চোখ রাখে গোধূলি।