কবিতাঃ- শুধু থাকে নিরাশা
✍️ মনোজ ভৌমিক
বৃষ্টি আজকে একলা শহর খোঁজে,
শরৎ শেষের ক্লান্ত রোদ কি তা বোঝে?
চিলেকোঠাকেই আসছে ছুঁতে রোজ,
বুঝতে চায়না এটা সময়ের বোঝ।
ভিজতে চাইলেও ইচ্ছে করে না মন,
সেলফোনে বাজে অযথাই রিংটোন।
ভাঙা ক্লাসরুম,ডাস্টারও আছে পড়ে,
ঐ ব্লাকবোর্ডে চক দীর্ঘশ্বাসই ছাড়ে।
অবেলায় আসা সাবেকী নিম্নচাপ,
বৃথাই জাগায় ভাঙা দেহে উত্তাপ।
পরিচিত মুখ হারিয়েছে যেন কবে,
রম্বাসের বাহু ছুঁয়ে দেখলেই হবে।
খেলছে শরীরে মরুদ্যানের শীপ,
চওড়া কপালে মুছে গেছে লাল টিপ।
হিমেল ঠোঁটে লাগেনা তো লিপিস্টিক,
মনের সাগরে ডুবছে টাইটানিক।
জ্যামিতির অঙ্ক মিছেই শুধু কষা!
পরিমিতিতে ফর্মুলাগুলো ভাসা ভাসা।
ভিজুক শহর, ভিজুক না ভালোবাসা,
অবেলার প্রেমে শুধু থাকে নিরাশা।