কবিতাঃ- শুধু সময়ের খেলা
✍️ মনোজ ভৌমিক
বাল্মীকি হতে হলে
রত্নাকর হতে হয়,
এ দেশের ইতিহাস
আজ সেই কথা কয়!
"মরা মরা" ওই শব্দ
যদি "রাম রাম " হয়,
রামায়ণ মহাকাব্যে
খুঁজে নিও পরিচয়।
সময়ের ইতিহাস
আজ বড়ই কঠিন,
আগামী জীবন পথে
দেখো দুর্বিষহ দিন।
রত্নাকর ও বাল্মীকি
শুধু সময়ের খেলা,
তুমি আমি সেই লোক
যারা কাঁদি সারাবেলা।