কবিতাঃ- শুধু একবার
✍️ মনোজ ভৌমিক
যতবারই তোমায় ভালোবসতে চেয়েছি... শ্রীবুদ্ধের মত...
ততবারই এ হৃদয়ে দিয়েছো তুমি নির্বাণের ক্ষত!
তবুও নির্বোধ চাঁদের মত বার বার ছড়াই নির্মল জ্যোৎস্না,
তোমার দেওয়া ক্ষতের, কলঙ্ক বলে হোকনা রটনা।
রাজকীয় ঐশ্বর্য সুখ, কেবলি দম্ভ,ঈর্ষাকেই খুঁজে আনে,
সুজাতার শর্তহীন ভালোবাসার সুগন্ধ,বোধিসত্ত্বই ভালো জানে।
জরা,ব্যাধি,মোহমুখী,মায়াময় এই ভব সংসার,
শুদ্ধ ভালোবাসার প্রলেপ ছাড়া বড়ই অসার।
পরমানন্দময় এ পৃথিবীর রূপ রঙ বর্ণ গন্ধকে উপভোগ করতে শেখো,
বুদ্ধ হতে বলিনি তোমায়, শুধু একবার ঐ শুদ্ধতাকে ছুঁয়ে দেখো...
ওর অন্তর্নিহিত জ্যোতি খুঁজে দেবে শান্তিকামী মানব ঈশ্বর,
যুদ্ধ তো ক্ষণেকের ধ্বংস লীলা, নির্লোভ ভালোবাসা চির ভাস্বর।
সূর্যের প্রখরতা নয়, শুধু একবার ওই আলোকিত জ্যোৎস্নাকে মেখো,
জানি, সবকিছু ভুলে তুমি লিখবে ভালোবাসার গীতিআলেখ্য।
" বুদ্ধং শরণং গচ্ছামি "