কবিতাঃ-শরৎ শিশির
✍️ মনোজ ভৌমিক
সারা রাত ধরে চুইয়ে চুইয়ে
যখন ভোরে ওর বুকে ভর করে ঘুমিয়ে থাকো ...
আমি তখন তোমার সোহাগ মাখি।
ধীরে ধীরে জেগে ওঠা সূর্যের থেকে
ওম চুমে তুমি ছুঁতে থাকো নরম মাটি....
আমি তখন রংধনু রঙে সেজে উঠে
রোমাঞ্চকর অনুভূতি বুকে বাঁধি।
তুমি যখন ওর সজীবতা চুমে চুমে
চলে যাও কালের গহ্বরে...
এক অনির্বচনীয় তৃপ্তির সন্ধানে....
আমি তখন ভীষণ শিহরিত হই।
আমি এইভাবে অনুভূতি নিয়েই বেঁচে থাকতে চাই,অনন্তকাল....
তুমি না হয় ওইভাবে আমায় ছুঁয়ে যেও....