কবিতাঃ- শ্রীচরণেষু
✍️ মনোজ ভৌমিক
শত অভিমান রেখেছ জমিয়ে
প্রশস্ত বুকের মাঝে,
শত অপমান সয়েছ নীরবে
সকাল দুপুর সাঁঝে।
শৈশব থেকে দেখেছি তোমার
কঠোরতা ছিল কম,
অসমাপ্ত কত মনের বাসনা
কাঁদিয়েছে হরদম।
কর্তব্য পালনে ব্রতী হতে গিয়ে
নিজেকে করেছ শেষ,
ইচ্ছা শক্তির অপমৃত্যু ঘটিয়ে
পেয়েছ শুধুই ক্লেষ।
একান্নবর্তী আভিজাত্য নিয়ে
আশাবাদী ছিলে বেশি,
সময় কালে দেখেছি তোমার
হারানো সকল খুশি।
অবোধ শিশুরা চোখের সমুখে
দেখেছে বিবশ পিতা,
হতাশা আগুনে জ্বলতে দেখেছে
হৃদয় খাতার পাতা!
প্রেরণা যুগিয়েছে তোমার শ্রীমুখ
এগিয়ে যাওয়ার পথে,
আন্তরিকতা আর সৎ ভাবনা
রয়েছে সদাই সাথে।
নাইবা দিয়েছ সুবিশাল ছায়া
কিংবা অগাধ স্নেহ,
তোমার দু'চোখের মমতা ছুঁয়ে
হয়েছি মায়ের প্রিয়।
এমন প্রতিটি জন্মেই তোমায়
বাবা হিসেবেই চাই,
দিন অ-দিনের হিসেব না কষে
শ্রীচরণেষু বলে যাই।