কবিতাঃ- শ্রেষ্ঠ পুরুষ
✍️ মনোজ ভৌমিক

ওইদিনই তুমি প্রথম পুরুষ
যেইদিন তরুনী বললো,"স্বামী,"
ঐ হৃদয় জুড়ে অশান্ত ঢেউ
অলক্ষ্যে হাসলেন অন্তর্যামী!

দ্বায়িত্ব আর কর্তব্যের বোঝা
হঠাৎ এলো পুরুষের ঘাড়ে,
কলুর বলদ হলে হে তুমি
ঘুরলে লেজটি নেড়ে নেড়ে!

ঐ যে,ওই মেয়েটা আধ ভাঙা স্বরে
প্রথম যেদিন "পাপ্পা" বলে ডাকে,
সেদিনই তুমি ওর শ্রেষ্ঠ পুরুষ
তার আগে তো ছিলে ফাঁকে।

পুরুষ তুমি বড় অসহায়
বুঝলে ষাটের দিনে এসে,
সেই মেয়েটা বোঝালো তোমায়
শ্রেষ্ঠ পুরুষ তুমিই পরিশেষে।