কবিতাঃ- শ্রাবণ মেঘ
✍️ মনোজ ভৌমিক
তুই আসবি বলে নতুন করে
মনের দুয়ার খুলি,
এখনো তো তুই তেমনি আছিস
ওরে ও মনচলি!
হৃদয় তন্তু এক এক করে
জ্বলছে মন অনলে,
প্রতীক্ষা আজ নতুন করে
আবার ভিজব বলে।
দেখনা চেয়ে হারিয়ে গেছে
এ মনের কথাকলি,
মনোবেদনা মনেই রোদন
বল না রে কারে বলি?
কাজল চোখে ওমনি করে
তাকিয়ে আছিস কেন?
মুখ ভেঙিয়ে ওর সাথেই
যাস না উড়ে যেন।
মন ফাগুনে রং লেগেছে
দেহে অশান্ত উত্তাপ,
শ্রাবণ সেজে আয় না তুই
ভেজা,মনের সন্তাপ।