কবিতাঃ- শ্রাবণ
✍️ মনোজ ভৌমিক
তোমার শ্রাবণ শুকনো রয়েছে জানি,
আমার শ্রাবণ হয়নি তো অভিমানী!
এ হৃদয় ছুঁয়েছে অশান্ত বারিধারা,
হয়তো কমেছে ব্যারোমিটারে পারা!!
মন কদমে আজ উন্মাদ আলোড়ন,
খুঁজে ফিরি সেই বেহিসাবী আলাপন।
ঠোঁটে ঠোঁটে জাগে কামনার আস্বাদ!
ভুলে যেতে চাই সেই বিষাক্ত বিবাদ।
টুপ টুপ করে ভিজছে চিবুক - বুক,
আহা! মরি! মরি! কি নিদারুণ সুখ!!
এমনি করেই ভিজুক কদম মন,
সিক্ত হোক পুড়ে যাওয়া সেই ক্ষণ।
ঝরুক না বৃষ্টি এই হৃদয় কদম ছুঁয়ে,
চাতকী চাওয়া তৃপ্ত হোক আজ প্রিয়ে।