কবিতাঃ- শোষিত ভালোবাসা
✍️ মনোজ ভৌমিক
শিউলি এখন শরতকে ভালোবাসে,
হৃদয় আঙিনায় মধুচন্দ্রিমা হাসে!
দেহের সুবাসে ভরে ওঠে অলিগলি,
সান্ধ্য বাতাসে শরৎ গায় ব্রজবুলি!!
শরৎ কি বোঝে পিয়াসী মনের ভাষা!
মায়াবী রাতে শোষিত হয় ভালোবাসা!!
ভোরের আলোয় শিউলি মাটির 'পরে!
এমনভাবেই ওরা চিরদিন মরে।
সোনালী রোদে শরতের দেহ উজ্জ্বল!
ঘাসের আগায় শিশিরের কোলাহল।
মল্লিক,জুঁই, টগর,যূথিকা,করবী,
মালতীলতায় ফোটে সময়ের ছবি।
শ্যাপলা,শালুক,পদ্মের ভেজা শরীর!
বেলা চামেলির মনোরম তসবীর!!
শরতের মনে সৃষ্টি সুখের বাতাস,
শুনতে চায়না শিউলির হাহুতাশ।
নিজকে বিলিয়ে শিউলিরা হয় শেষ,
ভালোবাসা যেন সময়ের ছদ্মবেশ।