কবিতাঃ- শব্দ ঈশ্বর
✍️ মনোজ ভৌমিক
শব্দ দিয়ে গড়ছো হাজার
অট্টালিকা আর ইমারত!
বলতে পারো ওইখানেতে
ভাবনা তোমার কত সৎ!!
শব্দগুলোই বে-আক্কেলে
শুধুই মনের খোরাক হয়,
কবিতা,গল্প ছুঁলে পরেই
তখন ভাবের অভ্যুদয়!
শব্দ কেবল জুড়তে জানে
তোমার মনের বাসনাটা,
কেমন করে বুঝবে ওরা
ভালোবাসা নেই একচ্ছটা!
কাজ ফুরলেই সবাই পাজী
ওরাও বোঝে সার কথা,
তাই তো ওই ভাবের বোঝা
শব্দ প্রাণেই দেয় ব্যথা।
শব্দেরা চায় স্বাধীন হতে
দিন বদলের রঙ ঢঙে,
'সবাই রাজা' মন্ত্রটা আজ
ভাসছে দেখি অথৈ জলে!
শব্দ যেদিন হবে ঈশ্বর
সেদিনই তুমি সেই কবি!
রঙ বেরঙের তুলি দিয়ে
আঁকবে তোমার জলছবি।