কবিতাঃ- শীত কুয়াশা
✍️ মনোজ ভৌমিক
ঝাপসা পড়া চশমা দিয়ে দেখছো কেমন শীত কুয়াশা !
ওমনি করে দেখলে কী ভাই মেটে নাকি মনের আশা??
লেন্স বদলাও দূরের কাছের,দেখবে চোখে দারুণ খাসা,
AI দিয়ে বানানো ও রূপে খেলিও না হয় শকুনি পাশা।
জিতবে তুমি ইন্দ্রপ্রস্থ, সাথেও পাবে কুরুর মন,
ভার্চুয়াল এ জীবনটাতে সবই থাকবে সঙ্গোপন।
খেলতে থাকো যেমন খুশি, ফোকাল লেন্সে চোখ যখন,
সময়ের এই AI এ্যাপেই ঘুরছে ও মন সর্বক্ষণ।
বুঝবে সেদিন হারাবে যেদিন জমানো ওই কষ্ট পুঁজি!
বলবে তখন হাপিত্যেশে, সর্বনাশ কেন গেলাম খুঁজি!!
ঝাপসা পড়া চশমা নিয়ে দেখতে থাকো ঘরের কোণ,
নইলেপরে শীত কুয়াশা ভাঙবে তোমার বিরূপ মন।