কবিতাঃ- শীত খিদেটায়
✍️ মনোজ ভৌমিক

তোমার আমার শীত খিদেটা বড্ড বেশি আটপৌরে,
মন ভরে না একটুও যে,জাঁকিয়ে যদি ও না পড়ে!
শিমুল তুলোর তাকিয়াটাও নানান রকম জিদ ধরে!
লেপ তোষকের সোহাগ এসে পুরানো প্রেমে ভর করে!!

সকাল সকাল ঘুম ভাঙে না তোমার চুমু না পেলে!
একটুখানি উস্কে দিলেই বলো তুমি,জ্বালিয়ে খেলে।
বয়স ছোঁয়া শরীরটাকে এবার একটু লাগাম দাও,
শরীরী খিদে বলছেটা কে! মনকে কেন মারতে চাও!!

সময় প্রেমের গল্পে দেখো চলছে কেমন অভিনয়,
ইনস্টাগ্রাম আর ফেসবুকেতে ঢুকতে লাগে বড় ভয়!
AI টেকে তোমার ছবি ষাটের থেকে লাগবে ছুড়ি!
K  ফলোয়ার্স তোমায় জুড়ে, কে বলবে তুমি বুড়ি!!

সময় শীতটা তাইবুঝি আজ বড্ড বেশি ভবঘুরে!
খাচ্ছে ধোঁকা যখনতখন নিম্নচাপকে ভর করে।
ব্লকবাক্সের ডাইরি খুলে শুনবে শত কান্নাকাটি,
তুমি আমি সেই পুরাতন ভার্চুয়ালে রয়েছি খাঁটি।

সময় বড় কঠিন রে ভাই বদলে গেছে আবহাওয়া,
সংস্কারের মাথা মুড়িয়ে প্রজন্মে দিই আজব চাওয়া।
যেমন খুশি তেমন সাজো জীবন তোমার একটাই
বাউণ্ডুলে প্রেমের শেষে বাজিয়ে নিও এক সানাই।

শীত খিদেটায় থাক না বেঁচে, দু'টি মন চির পুরাতন,
ভালোবাসার সাবেকীয়ানায় থাক না ভরে এ গৃহকোণ।