কবিতাঃ- শিশু দিবস
✍️ মনোজ ভৌমিক
উন্মুক্ত বাতাস চায়
চায় খোলা আসমান,
পাখিদের মত চায়
স্বাধীনতা ওই প্রাণ।
বিষাণু চায়না কেউ
না ঐ বারুদের গন্ধ,
সুশিক্ষার আলো চায়
চায়না কোনো দ্বন্দ্ব।
ভেদাভেদ কেন আজও
জাত,ধর্ম,বর্ণে অন্ধ!
সমাজের বুক থেকে
শিশুশ্রম হোক বন্ধ।
সূর্য, চাঁদ, বাতাস কি
দেখে যায় ওই সব?
স্বচ্ছতায় বাঁচুক না
সময়ের এ শৈশব।
দিবসের ভাবনাটা
ছড়াক না প্রতিদিন,
দেখবে ঐ জীবনটা
আগামীতেও রঙ্গীন।