কবিতাঃ- শিক্ষার দেবী
✍️ মনোজ ভৌমিক
শিক্ষার দেবী, কেমন আছো গো তুমি?
দেখতে এলে কি সাধের বঙ্গভূমি??
তিথির ফেরে একটু কি আগে এলে?
হয়তো বা করো আওয়াজ শুনেছিলে!
না এলেই তুমি থাকতে বরং ভালো,
দেখতে পেতে না শিক্ষা দুর্নীতির কালো।
জানলে দেবী, সময় বড়ই করুণ,
শিক্ষার বুকে মারছে ধারালো নরুণ!
কি করে বোঝাই কত যন্ত্রণা এ বুকে,
বর্ণ পরিচয় নেই আর সেই সুখে।
দিকে দিকে আজ দুঃসময়ের গ্রাস,
শিক্ষা যেন আজ জীবন্ত পরিহাস!
বাগ বন্দনায় আন্তরিক নিবেদন,
সুশিক্ষার হোক পুনরায় আগমন।
ঊনবিংশ ঝড় আবার আসুক ফিরে,
বাংলা আবার জাগুক নতুন সুরে।
তোমার আগমনে শিক্ষায় ফিরুক গতি,
তন্ত্র ও মন্ত্রে জেগে ফিরুক সবার মতি।