কবিতাঃ- শেষের কবিতা লেখা হোক
✍️ মনোজ ভৌমিক
ক্লান্ত পাখির মতন একদিন ভালোবাসাও
ফিরে আসে আপন নীড়ে,
আবার নতুন করে হারানো পুরানো প্রেম
পেতে চায় একান্তে,নিবিড়ে।
জীবনের গতিপথে এগিয়ে চলেছে দেখো
দুরন্ত এই সময় ঘড়ি!
সমস্ত অনুযোগ,অভিযোগ আর অভিমান
একসাথে দিয়ে দেয় দাড়ি।
উচ্ছ্ল অপরূপ ঝর্ণা,হয়েছিল রূপসী নদী
বহেছিল বড় নিরবধি,
হারিয়ে আপন স্রোত,খুঁজে ফেরে আজ অতি
ভালোবাসা ফিরত যদি!
মধ্যাহ্ন সূর্য আজ, সায়াহ্নে গোধূলি রাঙায়
খুঁজে ফেরে পুরাতন স্মৃতি!
আঁধার ঘনিয়ে আসে, নতুন গল্পের আশে
মুখোমুখি দাঁড়ালে কী ক্ষতি!!
গোলাপ প্রলাপে থাক,ভার্চুয়াল দূরে যাক,
সোস্যালে বড় বেশি শোক!
নীরব নদীর ব্যথা, ক্লান্ত সূর্যের হৃদয় কথা,
শেষের কবিতা লেখা হোক।