কবিতাঃ- শহর মানেই
✍️ মনোজ ভৌমিক
প্রতিদিন শহরটাকে শহরেই খুঁজি,
অতি সহজেই শহরের মানে বুঝি।
শহর মানেই আন্তরিক ভাব শূণ্য,
শহর মানেই স্বার্থপরতা অগ্রগণ্য।
শহর মানেই সম্পর্কের জালিয়াতি,
শহর মানেই জৌলুস আর সুখ্যাতি।
শহর মানেই প্রতারণা বেইমানি,
শহর মানেই রাহাজানি মনমানি।
শহর মানেই ছল কপটের খেলা,
শহর মানেই একে অপরে অবহেলা।
শহর মানেই শত মিথ্যে ভালোবাসা,
শহর মানেই পূরণ হয় না আশা।
শহর মানেই দ্বন্দ্ব,হিংসা,রাজনীতি,
শহর মানেই বিলুপ্তপ্রায় সম্প্রীতি।
শহর মানেই অভুক্তের উপবাস,
শহর মানেই বেওয়ারিস শত লাশ।
শহর মানেই কারুর কপাল মন্দ,
শহর মানেই প্রতিযোগিতায় অন্ধ।
শহর মানেই ভাবনাটা সুলেমানী,
শহর মানেই বড় বেশি শয়তানি।
শহর মানেই নির্যাতিতাদের কান্না,
শহর মানেই নিয়ন আলোর বন্যা।
শহর মানেই ছদ্মবেশী শত মুখ,
শহর মানেই টেক্কা দেওয়ায় সুখ।
শহর মানেই যন্ত্রের মত জীবন,
শহর মানেই হাতে নিয়ে ঘোরা মরণ।
শহর বিনা সভ্যতাকে যায়না দেখা,
শহরের বুকে সবাই ভীষণ একা।
শহর বাঁচুক সময়ের হাত ধরে,
কেউ অট্টালিকায় কেউবা আস্তাকুঁড়ে।